Wednesday, July 30, 2025

সাত মাইল পশুহাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার

Date:

Share post:

ইমরান হোসেন বাগআঁচড়া প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুর হাট পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার, বিপিএম(বার), পিপিএম। ২৭শে জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বাগআঁচড়া সাত মাইল পশুরহাট সরেজমিনে পরিদর্শন করেন। এবং তারা বেশ কয়েকটি কোরবানীর পশুর দামদর জানেন। পশুর হাটের ইজারাদার ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেন। এসময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, পশুর হাটের সরকারি নির্দেশনা, আইনশৃঙ্খলা রক্ষা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা বিধান সুনিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কন্টোল রুম ও সিসি ক্যামেরার ব্যবস্থা ও তদারকি করেছি।

জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার বলেন, বাগআঁচড়া সাতমাইল দক্ষিণ বঙ্গের ঐহিত্যবাহী পশুর হাট। প্রতি ঈদেই আমাদের বাড়তি নিরাপত্তা থাকে এই ঈদেও আছে। ঈদুল আযহায় বাড়তি চ্যালেঞ্জ থাকে, ঈদে ঘরমুখো মানুষের গমনাগমন নিবিগ্ন নিশ্চত করার পাশাপাশি কোরবানি’র পশুর পশুবাহি যানের নিরাপদ নিশ্চিত করা। পরিবহন মালিক শ্রমিক, প্রশাসন, পুলিশ আমরা সবাই মিলে এক সাথে কিন্তু কাজ করছি। যাতে ফিটনেস বিহীন গাড়ি না থাকে, লাইসেন্স বিহীন ড্রাইভার না থাকে বেপরোয়া যান যাতে না চালাই সে জন্য কাজ করেছি। আর হাট কেন্দ্রিক যে ব্যবস্থা আপনারা দেখছেন পুলিশ কন্টোল রুম, জাল টাকা নির্নয়ক মেশিন ও সিসি ক্যামেরার আওতায় গুরুত্বপূর্ণ হাটটি নিয়েছি।

তিনি আরও বলেন, যশোর জেলায় ৩০টি হাট। ৫টি স্থায়ী আর ২৫টি অস্থায়ী। বড় বড় গুরুত্বপূর্ণ হাট গুলো আমরা সিসি ক্যামেরার আওতায় এনেছি, জাল টাকা গণনার জন্য বাংকের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, হাট কতৃপক্ষসহ আমরা কিন্তু সবাই এক সাথে কাজ করছি। এছাড়াও ঈদ কে কেন্দ্র করে চাঁদাবাজি, মলমপাটি, অজ্ঞানপাটি বেড়ে যায় সে জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি আপনার জানেন যশোর জেলা পুলিশ সব সময় দূণীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। সকল বিষয়ের বাড়তি নিরাপত্তার জন্য সাদা পোষাকে ও পোষাকে ১হাজার ৪শ পুলিশ আপনাদের ঈদ আনন্দ নির্বিগ্ন করতে আমরা প্রস্তুত আছি, এছাড়াও হট লাইন ৯৯৯ আছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, নাভারণ সার্কেল নিশাদ আল নাহিয়ান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম, নাভারণ হায়ওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম, এস আই আলহাজ, এএসআই আবু সাঈদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

অভয়নগরে ডিএনসির অ’ভিযান আ’টক-৩

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার একাধিক মাদক স্পটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি'র) সদস্যরা। এসময় ৫০ পিস ইয়াবা...

রংপুরে হয়’রানিমূ’লক মা’মলা প্র’ত্যাহারের দা’বিতে স্মারকলিপি প্রদা’ন

আবু শাহান সেলিম মিয়া, রংপুর: প্রগতিশীল আন্দোলনের নেতা ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাসহ...

কুয়াদা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁ’কিপূর্ণ গাছের নিচে চলছে পাঠদান আ’তঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদে বড় বড় ঝুঁকিপূর্ণ...

নড়াইলে জুলাই বিপ্লবকে ক’টুক্তি করে ফেসবুকে পোস্ট ইউনিয়ন ছাত্রলীগ নেতা আ’টক

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের  এক ছাত্রলীগ...