Sunday, August 3, 2025

অভয়নগরে একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যর আবেদন 💔 অভয়নগর (যশোর) প্রতনিধি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার 3 নং ওয়ার্ডের ধোপাদি গ্রামের 19 মাস বয়সী ছোট্ট শিশু আরাফাত ইসলাম পিয়াসকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে। একমাত্র সন্তান আরফাত মাত্র 28 দিন বয়সেই hydrochephalas(মাথায় পানি জমা)রোগে আক্রান্ত হয়ে 39 দিন সাভারের পলাশ হসপিটাল এ চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রপাচার করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা, রাশেদ মাহমুদ।পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা ব্যায় হয় যার বেশির ভাগই ছিল বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া এবং ধার করা।বর্তমানে তার চিকিৎসার জন্য আরো 8 লক্ষ টাকা প্রয়োজন ।দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা পিয়ারুল ইসলাম।শিশু আরাফাতের পিতা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী।স্থানীয় 3 নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন শিশুটির পিতা অত্যান্ত দরিদ্র।তার চিকিৎসার জন্য আমরা স্থানীয় ভাবে সহায়তা করার চেষ্টা করছি।শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবী দের এগিয়ে আসার আহবান জানান। সংশ্লিষ্ট চিকিৎসকরা আরাফাতের সুস্থতার জন্য উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে জানিয়েছেন।সাহায্য পাঠানোর মাধ্যম নগদ ও বিকাশ (01935070418) পিয়ারুল ইসলাম সঞ্চয়ী হিসাব নং 0200020070766 অগ্রণী ব্যাংক,নওয়াপাড়া শাখা,অভয়নগর যশোর

Date:

Share post:

অভয়নগরে একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যর আবেদন 

নুর ইসলাম মোল্লা ভ্রাম্যমান প্রতনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদি গ্রামের ১৯ মাস বয়সী ছোট্ট শিশু আরাফাত ইসলাম পিয়াসকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে।
একমাত্র সন্তান আরফাত মাত্র ২৮ দিন বয়সেই hydrochephalas(মাথায় পানি জমা)রোগে আক্রান্ত হয়ে ৩৯ দিন সাভারের পলাশ হসপিটাল এ চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রপাচার করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা, রাশেদ মাহমুদ।পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা ব্যায় হয় যার বেশির ভাগই ছিল বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া এবং ধার করা।বর্তমানে তার চিকিৎসার জন্য আরো 8 লক্ষ টাকা প্রয়োজন ।দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা পিয়ারুল ইসলাম।শিশু আরাফাতের পিতা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী।স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন শিশুটির পিতা অত্যান্ত দরিদ্র।তার চিকিৎসার জন্য আমরা স্থানীয় ভাবে সহায়তা করার চেষ্টা করছি।শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবী দের এগিয়ে আসার আহবান জানান। সংশ্লিষ্ট চিকিৎসকরা আরাফাতের সুস্থতার জন্য উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে জানিয়েছেন।সাহায্য পাঠানোর মাধ্যম
নগদ ও বিকাশ (01935070418) পিয়ারুল ইসলাম সঞ্চয়ী হিসাব নং 0200020070766
অগ্রণী ব্যাংক,নওয়াপাড়া শাখা,অভয়নগর যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...

দুর্গাপুরে প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ ওসির সা’হসী ভূমিকায় গ্রে’প্তার ১

মুন্না ইসলাম আগুন (দূর্গাপুর) রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী...