Wednesday, August 13, 2025

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা আল্লাহ মহান”

Date:

Share post:

    কবিতা

“আল্লাহ মহান”

মুহাঃ মোশাররফ হোসেন:

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে যুব দিবস উপলক্ষে সনদপত্র ও চেক বিতরণ

‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে যুব র‍্যালি,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও...

নড়াইলে নারিকেল গাছ থেকে প’ড়ে কিশোরের মৃ’ত্যু

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরে নারিকেল গাছে উঠে ডগা পরিস্কার করার সময় পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫)...

কুড়িগ্রাম সীমান্তে ৮২ কেজি গাঁ’জা জ’ব্দ

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা জব্দ করেছে। মঙ্গলবার (১২...

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন...