Wednesday, November 5, 2025

তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চার্জার ফ্যানের দাম

Date:

Share post:

ডেক্স রিপোর্টারঃ

তীব্র তাপমাত্রার মধ্যে সারাদেশের মতো যশোরে বেড়েছে লোডশেডিং। একবার বিদ্যুৎ গেলে এক দেড় ঘণ্টার আগে আর আসছে না। দিনের মধ্যে এরকম ঘটনা ঘটছে অনন্ত ছয়/সাত বার। এসময় গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে চার্জার ফ্যান। তবে হুট করেই বেড়ে গেছে এই ফ্যানের দাম।

ক্রেতাদের দাবি, মাত্র একদিনের ব্যবধানে যশোর বাজারে চার্জার ফ্যানের দাম বেড়েছে হাজার টাকা পর্যন্ত। প্রচণ্ড খরতাপের কারণে ঈদের কেনাকাটা কমিয়ে এখন ফ্যান কেনার দিকে ঝুঁকছেন তারা। তবে এক একটি চার্জার ফ্যানের দাম চার থেকে সাত হাজার টাকায় পৌঁছেছে।

সোমবার (১৭ এপ্রিল) যশোরে ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয়ের অন্যতম স্থান হিসেবে পরিচিত মাইক পট্টি গিয়ে দেখা যায়, সাধারণত যেখানে বেলা ১১টার আগে ক্রেতার দেখা মিলতো না সেখানে আজ সকাল ৯টার পরপরই ক্রেতারা ভিড় করছেন। ক্রেতাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই এসেছেন গরমে অতিষ্ট হয়ে ফ্যান কেনার জন্য।

ক্রেতারা বলছেন, এখন ফ্যানের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। রোজার শুরুর দিকে যে ফ্যান তিন হাজার টাকায় পাওয়া গেছে এখন সেই ফ্যানের দাম চাওয়া হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। তিন/চারদিন আগে যে চার্জার ফ্যানের দাম নেওয়া হয়েছে ৩ হাজার ৮০০ টাকা, আজ তা ৪ হাজার ৫০০ টাকা চাওয়া হচ্ছে।

মাইক পট্টিতে ফ্যান কিনতে আসা এক ক্রেতা বলেন, রাতে বিদ্যুৎ ছিল না। তার ওপর যে পরিমাণ গরম পড়েছে তাতে বেঁচে থাকা কঠিন। বাধ্য হয়ে চার্জার ফ্যান কিনতে এসেছি। কিন্তু এখানে এসে শুনি দাম বেড়ে গেছে। ৪ হাজার ৮০০ টাকার ফ্যান এখন ৫ হাজার ৬০০ টাকা চাওয়া হচ্ছে। এর নিচে নাকি বিক্রি করার অনুমতি নেই ব্যবসায়ীদের।

এদিকে, দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, ফ্যানের সরবরাহ কমে গেছে। সে কারণে ঢাকা থেকেই দাম বাড়ানো হয়েছে। শুধু চার্জার ফ্যান নয়, সব ধরনের ফ্যানের দাম বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...

নড়াইলে সদরে ৭ লক্ষ টাকার ন”কল বীজ ধংশ ব্যবসায়ীকে  জ”রিমানা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল বীজ জব্দ ও ধংশ করা হয়েছে। এ ঘটনায়...

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...