
মোঃ রিপন ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরের জনতা কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ জিয়াউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বগুড়া সদরের শাখারিয়া ইউপির পাঁচবাড়িয়া জনতা কলেজ এর এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা কলেজের বিদ্যোৎসাহী সদস্য আরিফুল ইসলাম স্বপন, শাখারিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এখলাস হোসেন মন্ডল।
সিনিয়র প্রভাষক শহিদুল হাসান জুয়েল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক জাকির হোসেন, সিনিয়র প্রভাষক রুহুল আমিন তালুকদার,
বিদায়ী শিক্ষার্থী রিপু হাসান। এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা সোহেল রানা, শাহাদাত হোসেন, রাব্বিসহ জনতা কলেজের এডহক কমিটির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ৫৪ জন পরীক্ষার্থীবৃন্দ। দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং বিদায়ী শিক্ষাথীদের সুস্থ্যতা ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জনতা কলেজের প্রভাষক হাফেজ বেলাল উদ্দিন। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও পরীক্ষা উপকরন বিতরণ করেন অতিথিবৃন্দ।