রৌমারীতে সিটের নিচে আটকানো ছিল ৭৬ বোতল বিদেশি মদ

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ইজিবাইকের সিটের নিচে আটকানো ছিল ৭৬ বোতল বিদেশি মদ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) সকালের দিকে রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মাসুদ রানা (২১)।পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গোলজার হোসেন ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

error: Content is protected !!