পলাশ হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

খুলনায় পলাশ হাওলাদার হত‍্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। পলাশ খুলনা সদর থানাধীন মাথাভাঙ্গা এলাকার শিউলি বেগম এর ছেলে। গত ৬ অক্টোবর ২০২২ তারিখ পলাশ নিজ বাসা হতে বাজার করার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সজীবসহ কয়েকজন আসামীরা তাকে ও তার বন্ধুকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় পলাশ ও তার বন্ধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা পলাশ হাওলাদার (২৩) কে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ সদর কোম্পানি ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ সদর কোম্পানি ৪ মে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ সজিবুর রহমান সজিব (২৩) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামী সদর থানার বাসিন্দা হওয়ায় তাকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!