সরলতার সুযোগ নিয়ে, প্রলোভনের ফাঁদে ফেলে পাহাড়ী নারীদের বিদেশে পাচার রোধে এবং পাচারকারী চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে, পার্বত্য জনগোষ্ঠী ব্যানারে, সচেতন সাধারণ নাগরিক ও জুম্ম সমাজ এ মানববন্ধন করেছে। এসময় বক্তারা পাচারকারী চক্রদের গ্রেফতার ও সর্বোচ্চ কঠোর শাস্তি দাবি জানায়। মানব পাচারে জড়িত সংশ্লিষ্টদের মৃত্যুদন্ড দেওয়ার আহবান জানালেন বক্তরা।
এসময় তৃনা চাকমার সভাপতিত্বে অধ্যাপক(অব:) মধু মঙ্গল চাকমা, বিশিষ্ট্য অনিমেষ চাকমা, জগৎ শান্তি চাকমা, সোনায়ন চাকমাসহ ছাত্র ও সুশীলসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।