সাজ্জাদ তুহিন নড়াইল:
নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং না থাকায় বেড়েছে শীগ কালীন শবজির দাম। এক কেজি ফুলকপি তে ৪০০ গ্রাম ডালপালা। এ যেন দেখার কেউ নেই।
০৫ নভেম্বর (রবিবার) শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা কাঁচা বাজার ঘুরে দেখা যায়, এ-সব অনিয়ম ভাবে সাধারণ ক্রেতা ঠাকানো সবজি ব্যাবসায়ী দের কারসাজীর চিত্র।
এ বিসয়ে পুরাতন কাঁচা বাজারের কয়েকজন খুচরা ব্যাবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ফুলকপি তে ডালপালা বেশি থাকলে আমরা কি করবো, রূপগঞ্জ কাঁচা বাজারের আড়ৎ ব্যাবসায়ীরা সেন্টিগ্রেড করে আমাদের কাছে যে ভাবে বিক্রি করছে আমরা সেভাবেই বিক্রি করছি, এতে আমাদের কিছু করার নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচারা ব্যাবসায়ীরা জানান, বর্তমান দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে রূপগঞ্জ বাজারের কতিপয় কিছু কাঁচা মালের আড়ৎ ব্যাবসায়ীরা বাইরে থেকে শ, হিসাবে এসব শবজি ফুলকপি এনে এখানের বাজার গুলিতে ডালপালা সহ কেজিতে বিক্রি করছেন। যার কারনে সাধারণ ক্রেতারা ঠকছেন। এমনকি এক কেজি ফুলকপি ৮০ টাকায় কিনে ৪০০ গ্রাম ডালপালা সেখানেই ফেলে আসছেন।
সাগর মোল্লা নামে এক ক্রেতা সাংবাদিক দের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন কতৃপক্ষের বাজার মনিটরিং না থাকায় এসব অসাধু ব্যাবসায়ীরা ভুলভাল ব্যাক্ষা দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছামত দামে বিক্রি করেছে। এর ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসকল অসাধু ব্যাবসায়ীদের সায়েস্তা করতে সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং এর মাধ্যমে যথাযথ ব্যাবস্থা গ্রহনের দাবি জানানো হয়।