সূবর্ণ জয়ন্তী রোভার মুটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

আবু সাঈদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
৫০ বছর পূর্তি সূবর্ণ জয়ন্তী স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার”স্লোগানকে সামনে রেখে গত  পহেলা মার্চ থেকে ৫ মার্চ ঢাকা গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী রোভার মুট -২০২৪।
প্রতি বছরের মতো এবারও  অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।   রোভার মুটে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত রোভার রোভারমেট এবং সদস্যরা।
ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ডে হাইকিং এ চ্যালেঞ্জ, তাবু জলশা,  নিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরকারি ইসলাপুর কলেজও অংশ নিয়েছে। এতে রোভার স্কাউট দলের  নেতৃত্ব দিচ্ছেন রোভার স্কাউট নেতা ফারুক হেসেন।
রোভার মুটে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা হলেন মোঃ সাব্বির আহমেদ, হানিফ,  হোসেন,  আবু সাঈদ, জামিল,মো: হিরু,মো: সবুজ সহ আরো বেশ কিছু শিক্ষার্থী।
সরকারি ইসলামপুর কলেজের ফেজিক্যাল ও  রোভার টিচার মো: সোলাইমান হক বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা অংশ নিচ্ছি রোভার মুটে। এ যাবৎ অসংখ্য সম্মাননা পেয়েছি আমরা। এবারও আমরা বিজয়ীদের কাতারে থাকবো ইনশাআল্লাহ!
error: Content is protected !!