প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
সূবর্ণ জয়ন্তী রোভার মুটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ
৫০ বছর পূর্তি সূবর্ণ জয়ন্তী স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার"স্লোগানকে সামনে রেখে গত পহেলা মার্চ থেকে ৫ মার্চ ঢাকা গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী রোভার মুট -২০২৪।
প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রোভার মুটে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত রোভার রোভারমেট এবং সদস্যরা।
ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ডে হাইকিং এ চ্যালেঞ্জ, তাবু জলশা, নিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরকারি ইসলাপুর কলেজও অংশ নিয়েছে। এতে রোভার স্কাউট দলের নেতৃত্ব দিচ্ছেন রোভার স্কাউট নেতা ফারুক হেসেন।
রোভার মুটে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা হলেন মোঃ সাব্বির আহমেদ, হানিফ, হোসেন, আবু সাঈদ, জামিল,মো: হিরু,মো: সবুজ সহ আরো বেশ কিছু শিক্ষার্থী।
সরকারি ইসলামপুর কলেজের ফেজিক্যাল ও রোভার টিচার মো: সোলাইমান হক বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা অংশ নিচ্ছি রোভার মুটে। এ যাবৎ অসংখ্য সম্মাননা পেয়েছি আমরা। এবারও আমরা বিজয়ীদের কাতারে থাকবো ইনশাআল্লাহ!
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com