সিরাজগঞ্জে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
লেখক:
Rakib hossain প্রকাশ: 9 months ago
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে নিহত শিশুর মাসহ আরো ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার ৩ সন্তান জিমহা, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আসার পর জিমহা নামে ৩ বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।