সতীঘাটায় পানিবন্দী এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ
লেখক:
Rakib hossain প্রকাশ: 4 months ago
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা সতীঘাটা কামালপুর গ্রামে ভারী বৃষ্টি হওয়ার কারণে পানিবন্দী বাড়ী গুলো পরিদর্শন করেন, ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ’র ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।
২ আগস্ট শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকার সময় এই ঘটনাস্থান পরিদর্শন করেন। জানা যায় যশোরে হালকা ও ভারী বৃষ্টিতে সতীঘাটা কামালপুর গ্রামে কয়েকটি বাড়ী ঘর পানিতে তলিয়ে যায়। এতে আব্দুস সামাদের ছেলে নাজমুল হোসাইন এর বাড়ী ঘরে মধ্যে পানি প্রবেশ করেছে বলে অন্য এক জায়গায় বসবাস করে। এই ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ তিনি নিজেই কাদামাটি দুর্গন্ধময় পানিতে নেমে, পানিবন্দী পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং ঘটনাটি দেখেই তিনি নিজেই অনুতপ্ত হন। পানিতে দাঁড়িয়ে পানিবন্দী পরিবারের কাছে জিজ্ঞাসা করলেন যে এই পানি কোনদিকে দিয়ে বের করানো যায়। এ সময় পানিবন্দী পরিবাররা বলেন, মণিরামপুর মহাসড়ক তৈরি হওয়ার আগে সড়কের কিনার দিয়ে একটি লম্বা ড্রেন ছিল।
এ পাশের পানি গুলো এই ড্রেন দিয়ে মুক্তিশ্বরীর নদীতে গিয়ে পড়তো। এই রাস্তা হওয়ার কারণে ড্রেনটি বন্ধ হয়ে যায়। তবে যদি এই পানি সংস্কার না করা হয় তাহলে সড়কের কিনার বিয়ে কয়েকটি বাড়িঘর পানি বন্দী এবং প্লাবিত হবে। এবং বাড়ী ঘর পানিবন্দি, দুর্গন্ধময় পানি, সাপ ও পোকামাকড় এর ভয়ে আমরা আতঙ্কে বসবাস করছি। তখন ইউপি চেয়ারম্যান পানিবন্দী পরিবার ও প্লাবিত পরিবারকে বলেন, আমি এই পানি সংস্কারের জন্য ড্রেনটি তৈরি করে দিব বলেই তিনি আশ্বাস দেন । যাতে আপনারা সবার শান্তিতে বসবাস করতে পারেন।