মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য ২৪ জানুয়ারি বুধবার সকালে ফিতা কাটার মাধ্যমে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্যামানন্দ কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন , মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার, শ্রীপুর সদর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ ।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্য মুক্ত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সাথে আমরাও এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। প্রতিটি শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানান। বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানের ওপর আরো বেশি লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে।কেননা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন।