রাজগঞ্জের ঝাঁপায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত 

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১৯ জুলাই ২০২৪ ইং রোজ বুধবার বিকাল ৫টায় যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাঁপা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে ঈদ পুণর্মিলন ও অবসর শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোছাঃ সোনালী খাতুন, সভাপতির অনুমতিক্রমে মাষ্টার মোঃ হুমাউন কবিরের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কুরআন থেকে তেলোয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন ও গীতা পাঠের পরে অতিথিদের ফুলেল তোড়া দিয়ে বরন করে বিদায়ী শিক্ষক মাষ্টার মোঃ আঃ রশিদ, আঃ গফুর, মৃত্যু জাহানালী, মৃত্যু বাবরলির, এবং গ্রামের কিছু বিশিষ্ট সমাজ সেবক, লেখক, সাংবাদিক ও গুণিজনদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গঠনমুলক ও নির্দেশনামুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আফজাল উর রহমান। আরো বক্তব্য রাখেন ৯নং ঝাঁপা গ্রামের সাবেক চেয়ারম্যান মঃ আলাউদ্দীন আহমেদ, বিদায়ী শিক্ষক মাষ্টার মোঃ আঃ রশিদ, ইউনিয়নের মেম্বরদের মধ্য থেকে সদ্য মেম্বর মোঃ মিজানুর রহমান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আশিকুর রহমান, উত্তর পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট ভাটা ব্যাবসায়ী খোকা, প্রভাষক সুব্রত কুমার রায়, বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক ও প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের সভাপতি মুহাঃ মোশাররফ হোসেনসহ গ্রামের অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মণিরামপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আফজাল উর রহমান তার বক্তব্যে বলেন আমরা ছেলে মেয়েকে স্ব- শিক্ষায় শিক্ষিত করে একজন সরকারি চাকর না বানিয়ে মালিক বানানো চেষ্টা করব হোক সেটা বড় কিংবা ছোট কোন প্রতিষ্ঠান মালিক তো মালিকই আর চাকরতো চাকরই। তিনি আরও বলেন সন্তান যদি ভাল রেজাল্ট করে  তাইলে নাম ফুটবে বাবার আর যদি খারাপ হয় তাহলে তার দায়ভার মায়ের পরে মায়ের পরে পিতা বলে তোর সন্তান খারাপ হয়ছে তোর জন্য এমনটা চলে আসছে বর্তমান সমাজে। এছাড়া তিনি বিদায়ী মাষ্টার আব্দুর সাত্তার কে অনেক অনেক শুভ কামনা এবং ধন্যবাদ জানান আরও বলেন স্যার আপনি যতদিন বেচে আছেন ততদিন আপনার নিজে হাতে গড়া এই বিদ্যালয়টির উপর খেয়াল রাখবেন এবং নিয়মিত দেখাশোনা করবেন আমি আপনার এই স্কুলের প্রতি এত অবদান সেটার প্রতি আপনাকে স্যালুট জানায় এবং আপনার সর্বক্ষণ সুস্থতা কামনা করি।

এছাড়া ও আমন্ত্রিত অতিথী সহ অন্যান্য ব্যক্তিবর্গের মাঝে সাংবাদিক, কলামিস্ট কবি ও লেখক মুহা মোশাররফ হোসেনের লেখা বীর কন্যা শেখ হাসিনা, যশোরের ইতিহাস, ভাগ্যের লিখন এবং শত কবিতার সমাহার সবার মাঝে বিতরন করা হয়।

পরিশেষে রাজগঞ্জ ব্যান্ড আচল এবং অামন্ত্রিত অতিথী  শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত করা হয় জনপ্রিয় মিডিয়া নিউজ বিডি জার্নালিষ্ট ২৪ এর অফিসিয়ালি ফেসবুক পেইজে।

error: Content is protected !!