রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় একটি আভিযানিক দল ১৪ মার্চ বেলা ১২ টায় পরশুরাম থানাধীন কোবারু মৌজাস্থ ওয়ার্ড নং-৬ মীম ফিলিং স্টেশন এর পশ্চিম পার্শ্ব সংলগ্ন গঙ্গাচড়া-টু-রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নিউ জুম্মাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে নুর মোহাম্মদ @ বাবু (৩৪) এর দেহ ও মোটরসাইকেল তল্লাশী করে তাহার ব্যবহৃত রেজিঃ বিহীন মোটরসাইকেলটির তেলের ট্যাংকি খুলিয়া তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার কারা হয়।
জিজ্ঞাসাবাদে উক্ত ফেন্সিডিলের বোতলগুলো লালমনিরহাট সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রংপুর শহরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করে নিয়ে আসতেছিল মর্মে জানায়। আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।