যে কোন কাজ করতে অর্থ নয় ইচ্ছাটাই বড়
মোঃ বুলবুল হোসেন
কালিহাতী, টাঙ্গাইল
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে প্রতি বছর বাংলাদেশে সরকারী ও বেসরকারী ভাবে প্রচুর অর্থ ব্যয় করা হয়। অর্থের পরিমানটা অনেক বেশী, শত শত কোটি টাকা। আমার প্রশ্ন হলো এত টাকা খরচ করে কাজের কাজ কি হচ্ছে?
আবার ঢাকা সিটিকর্পোরেশন চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছেন ঢাকা শহরের তাপমাত্রা কমানোর জন্য। কতটুকু তাপমাত্রা কমবে জানিনা, তবে অর্থ যে অনেক খরচ হবে সেটা বুঝতে পারি।
এছাড়াও বিভিন্ন ভাবে পরিবেশ রক্ষায় চলছে নানা কর্মসূচী। আমার মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে শত শত কোটি টাকা খরচ করে কি কাজ হচ্ছে?
আমরা সবুজ পৃথিরী নামের একটি পরিবেশবাদি সংগঠনের সাথে যুক্ত আছি। আমাদের সংগঠনের কোন ডোনার নেই। সরকারী কোন প্রকার সহযোগিতা পাইনা। সবুজ পৃথিবীর বিভিন্ন জেলা ও উপজেলায় কমিটি আছে। এইসব কমিটির সাথে যারা যুক্ত আছেন তাদের কোন বেতন দেওয়া হয়না, তারা নিজেদের অর্থ ব্যয় করে পরিবেশ রক্ষায় কাজ করছে। ডোনার ছাড়াই লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করা হচ্ছে। সত্যিকার অর্থে আমরাই জলবায়ুর ঝুঁকি কমাতে, দেশের তাপমাত্রা কমাতে কাজ করছি। আমরা যারা সবুজ পৃথিবীর সাথে যুক্ত আছি তারা সবাই এই দেশকে ভালোবাসি। যারা চাকরীর কারনে পরিবেশ রক্ষার কথা বলেন তাদের দিয়ে কতটুকু পরিবেশ রক্ষা হবে জানিনা। যারা পরিবেশ বিষয়ক বিভিন্ন সেক্টরে চাকরী করেন তাদের যদি আজকে চাকরী না থাকে তাহলে তারা আর পরিবেশ রক্ষার কথা বলবেন না।
কিন্তু সবুজ পৃথিবীর প্রতিটা সদস্য মৃত্যের আগ পর্যন্ত পরিবেশ রক্ষায় কাজ করে যাবে। আমরা অর্থের জন্য কাজ করিনা। আমরা সত্যিকার অর্থে পরিবেশকে ভালোবাসি।