যশোর সদর উপজেলা নির্বাচনী প্রচারনা আবহ জমজমাট প্রার্থীদের চোখে ঘুম নেই
লেখক:
Rakib hossain প্রকাশ: 6 months ago
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন জমজমাট হয়ে উঠেছে । প্রতীক বরাদ্দের পর থেকে এখানকার নির্বাচনী আবহ জমজমাট। তবে একটি মামলায় নির্বাচন স্থগিত ঘোষণা করায় প্রচার-প্রচারণা থমকে যায়। তবে স্থগিতাদেশ প্রত্যাহারের সাথে সাথেই জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। যশোর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১৬ প্রার্থীর চোখে এখন আর ঘুম নাই ।
চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম, ফাতেমা আনোয়ার ঘোড়া, তৌহিদ চাকলাদার ফন্টু মোটরসাইকেল, শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিচ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস, মোহিত কুমার নাথ শালিক পাখি, শাহারুল ইসলাম জোড়া ফুল ও আরিফুল ইসলাম হীরা হেলিকপ্টার প্রতীক নিয়ে ছুটে চলেছেন সদর উপজেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব, সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল, কামাল খান পর্বত তালা, শাহাজান কবির শিপলু চশমা ও মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি কলস, বাশিনুর নাহার ঝুমুর ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস প্রতীক নিয়ে ছুটে চলেছেন। আর এই ১৬ প্রার্থীর সাথে ছুটছেন তাদের অজস্র কর্মী সমর্থক। ভোটের এই ছোটাছুটিতে দিন-রাত একাকার করে ফেলছেন তারা।
বহুদিন পর ভোটের ইমেজ খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ। বাড়ি বাড়ি, এমনকি বাজার ঘাটেও দল বেধে নেতা কর্মীরা ভোটের লিফলেট বিতরণ করছেন।
ভোটের এই চিত্র বিগত বেশ কয়েকটি ভোটে চোখে পড়েনি বলে জানিয়েছেন সাধারণ মানুষ। মার্কা দেয়ার আগে থেকেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন। সে বিশ্লেষন এখনো চলছে। কে হবেন যশোরের চেয়ারম্যান ?
কে জিতবেন বিজয়ের মুকুট ? তা নিয়ে চায়ের দোকান থেকে নেতাদের ড্রইং রুম সর্বত্র আলোচনার ঝড়। আর সে ঝড়ের চূড়ান্ত ফলাফল দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যশোরের আট উপজেলার ১৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ।