যশোরে মণিরামপুর মহাসড়কে ফয়জুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদরে মনিরামপুর মহাসড়কে কানাইতলা নামক স্থানে ফয়জুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি  মঙ্গলবার বেলা ৩ঃ১৫ মিনিটে মনিরামপুর মহাসড়কে ফয়জুর হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায় গত শনিবার রাত আনুমানিক রাত ১২ টার দিকে মনিরামপুর মহাসড়কে কালাইতলা নামক স্থানে আব্দুল্লাহ ওয়ার্কসপে চোর সন্দেহ কয়জুর কে আটক করে এবং রাতভর নির্মম নির্যাতনে  পর হত্যা করা হয়েছে বলে জানা যায়।
এই ঘটনা নিহতের পিতা জালাল উদ্দিন বলেন, আমার ছেলে ফয়জুরকে শনিবার রাতরে আব্দুল্লাহ  ওয়ার্কসপে এর ভিতরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। এ ঘটনার বিষয় ফয়জুল স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্বামীকে যারা নির্মম নির্যাতন করে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং ফাঁসি দাবি জানায়।
তিনি বলেন শনিবার রাতে রাত ১২টার পরে এ ঘটনার বিষয় আব্দুল্লাহ ওয়ার্কসপ আমাদেরকে ফোনের মাধ্যমে জানান ফয়জুর আমার ওয়ার্কশপে  চুরি করতে এসে তাকে আটক করেছি এসে দেখে যান। সংবাদ তাৎক্ষণিক ঘটনাস্থানে আসেন এবং তাকে বেধড়ক মার্কেট করে ফেলে রাখে। স্ত্রী ওয়ার্কসপের মালিক কে বলেন আমার স্বামীকে ফিরিয়ে দেন আপনার ওয়ার্কশপে যা ক্ষতি হয়েছে আমরা পূরণ করে দেব। কিন্তু তিনি দিতে নারাজ তারপরও স্ত্রী নিঃসন্তানকে মালিকের হাতে তুলে দেন এবং স্ত্রী বলেন আমার স্বামীকে ফিরিয়ে দেন ওই সময় তিনি বলেন, আমার ঈমানে যে কাজ করবে তাই আমি করব। আমি বউ বাচ্চা ছেলের কথা মানবোনা  বলে জানান।
স্ত্রী আরো বলেন, আমার স্বামীকে নির্মম নির্যাতনের পর হত্যা করেছে এই ঘটনার বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার স্বামী ফয়জুরকে যারা নির্মম নির্যাতনের মধ্য দিয়ে হত্যা করেছে তাদেরকে ফাঁসি দাবি জানান। এ ঘটনার বিষয় বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ফয়জুরের হত্যাকারীদের ফাঁসি দাবিতেই মানববন্ধনে কয়েকটি গ্রাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত ভাই ও মা বোনেরা  এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশাসনের কঠোর অবস্থানে শান্তিপূর্ণভাবে  এই মানববন্ধন কর্মসূচি পালন করতে সক্ষম হয়।
error: Content is protected !!