যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অটোরিক্সা মোটর জব্দ  অতঃপর হাতুড়ী দিয়ে ভাঙচুর 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইঞ্জিন চালিত অটোরিক্সা মোটর জব্দ  অতঃপর হাতুড়ী দিয়ে ভাঙচুর করে পৌরসভা ট্র্যাকে করে নিয়ে যাওয়া হয়েছে। ১২ ই সেপ্টেম্বর মঙ্গলবার   আনুমানিক বেলা ১১ঃ৩০ মিনিটে  যশোর চৌরাস্তা সোনালী ব্যাংকের সংলগ্নে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই অটো রিক্সা মটর জব্দ করা হয়। সরে জমিনে গিয়ে দেখা যায় যশোর পৌরসভার প্রধান কর্মকর্তা নির্বাহী  ম্যাজিস্ট্রেট  আবু নাসিরের নেতৃত্বে  যশোর চৌরাস্তার সোনালী ব্যাংকের সংলগ্নে ২১ টি অটোরিক্সার মটর মিস্ত্রি দ্বারা খুলে এবং ইঞ্জিন মটর জব্দ করে এবং ইঞ্জিন  মোটরগুলো মিস্ত্রি দ্বারা তা খুলে হাতুড়ী দিয়ে পিটিয়ে নষ্ট করে ফেলে পরে পৌরসভা ট্রাকে করে নিয়ে যান। এই অভিযান পরিচালনায়  উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী পানি বিএম কামাল আহমেহ, এস আই  পুলিশ ও  ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্ট, মনিরুজ্জামান  নয়ন, দেলোয়ার হোসেন,মেহেদী হাসানসহ যশোর পৌরসভা কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক বৃন্দরা উপস্থিত  ছিলেন। সূত্রে জানা যায় রবিবার  ১০/০৯ /২০২৩ ইং তারিখে যশোর পৌরসভা কর্মকর্তা বৃন্দরা শহরে মাইকিং করে বলেন পৌরসভার মধ্য অবৈধ ইঞ্জিন চালিত অটোরিক্সা চালানো নিষেধ করে দেন। তারা আরো বলেন, পৌরসভার মধ্যে ভ্রাম্যমান আদালতে  অভিযান চালিয়ে যদি কোন ইঞ্জিন চালিত অটোরিক্সা আটক হয় তাহলে অবৈধ ইঞ্জিন চালিত অটোরিক্সা আটক করে মটরগুলো খুলে নেওয়া হবে এবং আটকের পর ওই মোটরগুলো নষ্ট করে ফেলে সেই গুলি পৌরসভা নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার বেলা ১১ঃ৩০ মিনিটে ভ্রাম্যমান আদালতে অভিযানে যশোর চৌরাস্তা সোনালী ব্যাংকের সংলগ্নে ২১ টি অটোরিক্সার ইঞ্জিন মটর খুলে জব্দ  করে এবং সেগুলি  হাতুড়ী দিয়ে পিটিয়ে নষ্ট করে তা নিয়ে যান।
error: Content is protected !!