মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে কুয়াদা সিরাজসিংগা পশ্চিম মাঠে ভুট্টা চাষের বাম্পার ফলনের আশংকা করছে কৃষকরা।মঙ্গলবার ১৬ জানুয়ারি সিরাজসিঙ্গার পশ্চিম মাঠে ভুট্টা চাষে বাম্পার ফলনে এই আশংকা করছেন কৃষকরা। সরে জমিনে গিয়ে দেখা যায়, যশোর সদর উপজেলা কুয়াদা সিরাজ সিঙ্গার পশ্চিম মাঠে প্রায় আনুমানিক ৪০থেকে ৫০ বিঘা জমিতে কৃষকরা ভুট্টা চাষ করছেন বলে জানা যায়। এই বিষয় ভুট্টা চাষি আবু জাফরের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বছর এই পশ্চিম মাঠে আনুমানিক ২ থেকে ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিল কৃষকরা। গত বছর আমি ১ কাটাই জমিতে দুই থেকে আড়াই মন ভুট্টার ফল পেয়েছি। এ বছরে এই পশ্চিম মাঠে কৃষকরা ভুট্টা চাষে মেতে উঠেছে, তবে এবার এই চাষের মাঠে কৃষকরা ৪০ বিঘা ও বেশি ভুট্টা চাষ করেছেন। তিনি আরো বলেন, এই চাষের মাঠে ভুট্টা চাষ করছেন , ইকবাল হোসেনের ২ বিঘা, মহসিন প্রায ২ বিঘা, ইজাহার ২ বিঘা, হাসানুর ২ বিঘা, আলম ১০ কাটা, আনিচ ১০ কাটা, আরো অনেকেই এই ভুট্টা চাষ করছেন বলে জানা যায়। এদিকে ভুট্টা চাষি আলম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বার চেয়ে ও এবার আমাদের এই পশ্চিম মাঠে কৃষকরা বেশি জমিতে ভুট্টা চাষ করেছেন। তবে এবার ভুট্টা চাষের ভালো বাম্পার ফলনের আশংকা করছেন কৃষকরা। তিনি আরো বলেন এই ভুট্টা গাছের ফল এসেছে, কিন্তু পরিপূর্ণ ভালো ফল দেখতে এখনো ১ মাস সময় লাগবে বলে জানান।