ডেক্স রিপোর্টারঃ
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক ৫ অভিযানে ফেনসিডিল ইয়াবা ও গাঁজা চালানসহ ৭ কারবারীকে আটক করেছে। এঘটনায় থানায় ৫টি মামলা হয়েছে। গত ৬ ও ৭ মে রাতে পরিচালিত অভিযানে এই আটক উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, ৭ মে রাতে ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম ও এএসআই আজাহারুল ইসলামের সমন্বয়ে একটি টিম যশোরের খড়কী কলাবাগানপাড়ার সাইদুর রহমান ওরফে সৈয়দ আলীকে (৪২) আটক করেন। তার দোকানের মধ্যে থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।
একইদিন রাতে এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমানের সমন্বয়ে চৌগাছা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আন্দুলিয়া পূর্বপাড়ার জুবায়ের আহম্মেদকে (৩৮) আটক করা হয়। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
এছাড়া ৬ মে রাতে এসআই শেখ আবু হাসান, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম শার্শা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জামতলা বাজার থেকে মুকুল হোসেন নামে (৩২) এক কারবারী আটক হয়। তার বাড়ি পুটখালী ঈদগাহপাড়ায়। তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল উদ্ধার হয়।
একই রাতে বেনাপোল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রহিম (৩৮) নামে একজনকে আটক করেন তারা। তার বাড়ি পোড়াবাড়ি নারায়ণপুরে। তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
একই রাতে অপর এক অভিযানে যশোর এমএম কলেজের দক্ষিণ পাশ থেকে শহীদুল ইসলাম (৪৯), সাইফুল ইসলাম (৩৮) ও জোসনা বেগম (৩৯) নামে ৩ কারবারীকে আটক করা হয়। তাদের বাড়ি রেলগেট পশ্চিমপাড়ায়। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।