যশোরে জাসদ’র ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরে জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ – এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮শে অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকায় যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তন এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় যশোর জেলা জাসদের সহ – সভাপতি আহসানউল্লাহ ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও যশোর জেলা জাসদ সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড, রবিউল আলম।

এছাড়া আরো বক্তব্য রাখেন, যশোর জেলা জাসদ এর সংগ্রামী সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, জাসদের অন্যতম নেতা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা রশিদুর রহমান রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড, আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পি, শ্রম বিষয়ক সম্পাদক, আবুল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার বিশ্বাস, জেলা জাসদের অন্যতম নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, জাসদ পৌর কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান বাবর, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, যুব জোট যশোর জেলার সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বক্তব্য বলেন, নির্বাচন এলেই বিভিন্ন অজুহাত তুলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে। সংবিধানের বাইরে যেয়ে অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এবারো তারা আন্দোলনের নামে নির্বাচন বানচালের নতুন খেলা শুরু করেছে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, যশোর জেলা, সদর উপজেলার, বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে উক্ত র‍্যালিটি আইনজীবী ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনজীবী ভবনে এগিয়ে শেষ হয়।

error: Content is protected !!