যশোরে ইসলামী আন্দোলন এর পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

লেখক: জেলা প্রতিনিধি যশোর
প্রকাশ: 7 months ago

আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:

তীব্র তাপদাহে সৃষ্ট সংকটে দেশব্যাপী শীতল পানি ও শরবত বিতরণ কর্মসূচী পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া খাবার স্যালাইন ও পকেট রুমাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের বিভিন্ন পথচারীদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও ওয়ালেট টিস্যু বিতরণ কর্মসূচি পালন করা হয়।শীতল শরবত বিতরণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম গাজী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ আব্দুল আওয়াল
যশোর জেলা শাখার সভাপতি মো ইমরান হুসাইন , সহ-সভাপতি মোঃ মুহাম্মাদ ফয়েজ গাজী গাজ ,সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান , স্কুল ও কলেজ সম্পাদক মোঃ আব্দুর রহমান সামাউন সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মাসুদুর রহমান জেলা সদস্য মোঃ ইমরান হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এ সময় ইসলামী আন্দোলন এর নেতৃবৃন্দ বলেন, অপরিকল্পিত নগরায়ন, জলাধার ভরাট ও অবাধে বৃক্ষ নিধনের ফলেই অসহনীয় তাপদাহে নগরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাময়িক স্বস্তির জন্য আমরা শীতল পানির বিতরণ কর্মসূচি পালন করছি। কিন্তু দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য শহরকে সবুজায়ন ও বসবাসের উপযোগী করতে রাষ্ট্রকেই যথাযথ ভূমিকা পালন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন যতদিন তীব্র তাপদাহ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

error: Content is protected !!