যশোরের কালাইতলায় জলাশয়ের অভাবে সড়কের পাশে খানা গর্তে দেওয়া হচ্ছে পাট জাগ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে কানাইতলা নামক স্থানে জলাশয়ের অভাবে মনিরামপুর মহাসড়কের পাশে খানা গর্তে দেওয়া হচ্ছে পাট জাগ। ১৩ ই আগস্ট রবিবার ১৩/০৮/২০২৩ ইং ৩ তারিখ কানাইতলা মনিরামপুর মহাসড়কের পাশে খানা ঘর্তে দেওয়া হচ্ছে এই পাট জাগ। জানা যায়, যশোরের কানাইতলা মনিরামপুর সড়কের পাশে কৃষকরা জলাশয়ের অভাবে তারা তাদের পাট জাগ দিতে হিমশিম খাচ্ছে। কৃষকরা তাদের জমি থেকে পাট কেটে এবং জলাশয়ের অভাবে পাট বিভিন্ন খানা গর্তে নিয়ে তা জাগ দিতে দেখা যায়। গ্রাম অঞ্চলে এখন পুকুরে পাট জাগ দিতে দেখা যায় না। কারণ গ্রাম অঞ্চলে পুকুর গুলো মাছ চাষের পরিণত হয়েছে। তাই কৃষকরা জলাশয়ের অভাবে বিভিন্ন স্থানে খানা গর্তে পাট জাগ দেখা মেলে।

error: Content is protected !!