মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “সেবিকা”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

সেবিকা

মুহাঃ মোশাররফ হোসেন 
সুখে দুঃখে সর্বক্ষণ থাকি রোগীর সাথে,
জীবন কাটাই সেবার মাঝে দিনে রাতে।
কান্নায় স্বজন কাঁদে আপন জনের বিদায়,
নিয়তির খেলা স্বজনের বুকে বুঝানো কঠিন দায়।
সুইপার মুচির চেয়ে আমি কোনো অংশে কম নই,
গন্ধ ঘৃনা সব মানিয়ে আমি সেবিকা হয়েই রই!
বাঁকা চোখে দেখে কতো এই সমাজের মানুষ,
সেবিকা আমি: নিম্ন কাজে যেনো অমানুষ।
অহংকারী কতজন কত ভাবে বুকে,
হৃদয় যেনো ব্যাথায় ব্যাথায় পাথর হয় শোকে।
লোকে বলে দেশে কতো মানুষ রাখো কি হুষ?
সম্মান দাও কাজের প্রতি নেইতো কোনো দোষ।
সেবার কাজ পরম ধর্ম কর্মে পাবে ফল,
বাকি সব যে যাই করি না কেনো সবই হবে জীবনের নিষ্ফল।
error: Content is protected !!