প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “সেবিকা”
সেবিকা
মুহাঃ মোশাররফ হোসেন
সুখে দুঃখে সর্বক্ষণ থাকি রোগীর সাথে,
জীবন কাটাই সেবার মাঝে দিনে রাতে।
কান্নায় স্বজন কাঁদে আপন জনের বিদায়,
নিয়তির খেলা স্বজনের বুকে বুঝানো কঠিন দায়।
সুইপার মুচির চেয়ে আমি কোনো অংশে কম নই,
গন্ধ ঘৃনা সব মানিয়ে আমি সেবিকা হয়েই রই!
বাঁকা চোখে দেখে কতো এই সমাজের মানুষ,
সেবিকা আমি: নিম্ন কাজে যেনো অমানুষ।
অহংকারী কতজন কত ভাবে বুকে,
হৃদয় যেনো ব্যাথায় ব্যাথায় পাথর হয় শোকে।
লোকে বলে দেশে কতো মানুষ রাখো কি হুষ?
সম্মান দাও কাজের প্রতি নেইতো কোনো দোষ।
সেবার কাজ পরম ধর্ম কর্মে পাবে ফল,
বাকি সব যে যাই করি না কেনো সবই হবে জীবনের নিষ্ফল।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com