নূরুল হক,মণিরামপুর প্রতিনিধি:
শিক্ষার মান উন্নয়নে ঐতিহ্যবাহি মণিরামপুর সরকারী পাইলট উচ্চ (বালক) বিদ্যালয়ের অভিভাবকদের সাথে-শিক্ষকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক জোরদার করতে ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় মণিরামপুর সরকারী পাইলট উচ্চ (বালক) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষক আবুল বরাকত মোঃ ফকরুদ্দীন। সিনিয়র শিক্ষক কার্তিক হালদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র শিক্ষক জি,এম মমিনুর রহমান, প্রনয় কুমার বিশ্বাসসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়-নিয়মিত যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে ও সত্যিকার যোগ্য নাগরিক তৈরি ও ভাল ফলাফল অর্জনের জন্য অভিভাবকদের অবশ্যই শিক্ষকগণের সাথে সর্বদা যোগাযোগ রাকতে হবে। এছাড়া বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সুতরাং শিক্ষার মান উন্নয়ন, ভাল ফলাফল অর্জনে বিদ্যালয় ও শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক থাকাটা খুবই জরুরি।