মণিরামপুরে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জ্যৈষ্ঠ পুত্র এবং আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে মণিরামপুর পৌরসভা চত্ত¡রে উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান।
উপজেলা যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আজিম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগনেতা গাজী আসাদ, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর সুমন দাস, যুবলীগনেতা প্রভাষক আলাউদ্দীন লিটন, পলাশ ঘোষ, মহিদুল ইসলাম, দ্বীনবন্ধু রায়, ডাঃ জয়ন্ত কুমার বসু, রকি মাহবুব মিলন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগনেতা মামুন-অর-রশিদ জুয়েল, কৃষকলীগ নেতা বিশ^জিৎ সাহাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
আলোচনা শেষে শহীদ শেখ কামালের জন্য মাগফেরাত কামনা করে দোয়া ও উপস্থিতির জন্য তাবারক বিতরণ করা হয়।

error: Content is protected !!