মণিরামপুরে তৃতীয় লিঙ্গের হাত পা ও গলা কাটা মৃতদেহ উদ্ধার

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি:

যশোর মণিরামপুরে মঙ্গলি খাতুন পলি (৩৩) নামে তৃতীয় লিঙ্গের এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায় মণিরামপুর থানা পুলিশ। নিহতের ঘাড়, হাত ও কোমরে একাধিক কোপের ক্ষত চিহ্ন রয়েছে।

মণিরামপুর থানা ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাছনা গ্রামের মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে বসবাস করতেন পলি। অন্য হিজড়াদের সঙ্গে দল বেঁধে গ্রাম ঘুরে জীবন চলতো তাঁর।বিশেষ করে প্রতিনিয়ত মণিরামপুর মাছ বাজারে ঘুরাঘুরি করতে দেখা যেতো পলি কে।পলি তৃতীয় লিঙ্গের ও
পলির বাড়ি প্রাচীর ঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম।
পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি ঢুকে বারান্দায় মশারি দিয়ে ঘুমিয়ে পড়েন পলি। এরপর সকাল গড়িয়ে আবার সন্ধ্যা নামলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে ঘরে পলির রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে।এদিকে তৃতীয় লিঙ্গের পলির রহস্য জনক মৃত্যুর খবর শুনে হিজরাদের গুরুমা নিপা ও যশোরের গুরু মা সহ একাধিক হিজড়া-রা
মণিরামপুর থানায় এসে নিহত পলির হত্যার বিচার চেয়ে কান্নাই ভেঙে পড়ে।

গুরু মা নিপা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে অসহায় দুখি হিজড়া হত্যার বিচার দাবি করেছেন।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন,নিহত তৃতীয় লিঙ্গের পলির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।ও
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: Content is protected !!