ব্যক্তিগত পরিসরে গোপন ক্যামেরা শনাক্তের পর কী করবেন জেনে নিন

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

অনলাইন ডেস্ক:

ঘরে লুকানো ক্যামেরা থাকলে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য লুকানো ক্যামেরার একটি ছবি তুলে রাখুন।সিসিটিভি ক্যামেরার ব্যবহার মূলত নিরাপত্তার খাতিরেই। এর ব্যবহার ব্যস্ত সড়ক থেকে ঘরের অন্দরে। কিন্তু কোনো কোনো বিউটি পার্লার,ফ্যাশন হাউসের ট্রায়াল রুম, হোটেল রুম, ড্রেসিং রুমসহ আরও অনেক জায়গাতেই এই ক্যামেরা বসানো হয়। আর এসব ক্ষেত্রে যাদের ভিডিও লুকানো ক্যামেরায় ধারণ করা হয়, তারা তা ঘুণাক্ষরেও টের পান না, যা আদতে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটনবিষয়ক জনপ্রিয় কোম্পানি এয়ারবিএনবির তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ১ জনের বেশি অতিথি ভ্রমণকালে তাঁদের কক্ষে গোপন ক্যামেরা আবিষ্কার করেছেন। তাই ব্যক্তিগত গোপনীয়তা অটুট রাখতে লুকানো ক্যামেরা শনাক্ত করার উপায় জানা থাকা জরুরি।ক্যামেরায় একটি এলইডি আলো থাকতে পারে, যা অন্ধকারে জ্বলজ্বল করে। এ থেকেও আপনি গোপন ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে যাবেন।কিছু কিছু ক্ষেত্রে একটি টর্চলাইট বা স্রেফ ফ্ল্যাশলাইট ব্যবহার করেও লুকানো ক্যামেরা খুঁজে পেতে পারেন। আগের শনাক্তকরণ পদ্ধতির মতোই, সব বাতি নিভিয়ে যতটা সম্ভব রুম অন্ধকার করে নিন। তারপর ঘরের চারপাশে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখুন এবং সাবধানে পরীক্ষা করুন যে কোনো ছোট আলোর প্রতিফলন পাচ্ছেন কি না। এই প্রতিফলন নীল বা বেগুনি রঙের আলোর হতে পারে এবং তা একটি ছোট ক্যামেরা লেন্স থেকে আসতে পারে। এমন প্রতিফলন পেলে, এটি কোনো গোপন ক্যামেরা থেকে আসছে কি না, তা নিবিড় পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে নিন।ঘরে লুকানো ক্যামেরা থাকলে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য লুকানো ক্যামেরার একটি ছবি তুলে রাখুন ঘরে লুকানো ক্যামেরা থাকলে প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য লুকানো ক্যামেরার একটি ছবি তুলে রাখুন।ক্লোজড সার্কিট বা সিসিটিভি ক্যামেরার ব্যবহার মূলত নিরাপত্তার খাতিরেই। এর ব্যবহার ব্যস্ত সড়ক থেকে ঘরের অন্দরে।

যেভাবে শনাক্ত করবেন

হোটেল বা ট্রায়াল রুমে ঢুকেই সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখুন। আপনি যেখানে আছেন, যদি মনে সন্দেহ জাগে যে সেখানে কোনো গোপন ক্যামেরার অস্তিত্ব থাকতে পারে, তাহলে দেরি না করে ভালোভাবে আপনার চারপাশটা পুঙ্খানু পুঙ্খভাবে পরীক্ষা করে নিন।রুমের আনুষঙ্গিক বিষয়ের সঙ্গে খাপ খায় না, এমন কিছু চোখে পড়লে সাবধান হোন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। আপনার সন্দেহ ঠিক হলে ক্যামেরাটি ঢেকে রাখুন। সম্ভব হলে আনপ্লাগ করুন।লুকানো ক্যামেরা ব্যাটারিচালিতও হতে পারে। সে ক্ষেত্রে আনপ্লাগ করার পরও তোয়ালে, পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন।লুকানো ক্যামেরা দ্রুত শনাক্ত করার আরেকটি সহায়ক উপায় হলো রুমের আলো পরীক্ষা করা। এটি করার জন্য সব বাতি নিভিয়ে রুম যতটা সম্ভব অন্ধকার করে নিন। তারপর চারপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। কিছু কিছু গোপন ক্যামেরায় একটি এলইডি আলো থাকতে পারে, যা অন্ধকারে জ্বলজ্বল করে। এ থেকেও আপনি গোপন ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে যাবেন।কিছু কিছু ক্ষেত্রে একটি টর্চলাইট বা স্রেফ ফ্ল্যাশলাইট ব্যবহার করেও লুকানো ক্যামেরা খুঁজে পেতে পারেন। আগের শনাক্তকরণ পদ্ধতির মতোই, সব বাতি নিভিয়ে যতটা সম্ভব রুম অন্ধকার করে নিন। তারপর ঘরের চারপাশে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখুন এবং সাবধানে পরীক্ষা করুন যে কোনো ছোট আলোর প্রতিফলন পাচ্ছেন কি না। এই প্রতিফলন নীল বা বেগুনি রঙের আলোর হতে পারে এবং তা একটি ছোট ক্যামেরা লেন্স থেকে আসতে পারে। এমন প্রতিফলন পেলে, এটি কোনো গোপন ক্যামেরা থেকে আসছে কি না, তা নিবিড় পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে নিন।

গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার পর করণীয়

গোপন ক্যামেরা বিভিন্ন রূপ ও আকারের হতে পারে। এর অবস্থান জানতে পারলে যা করবেন। প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য লুকানো ক্যামেরার একটি ছবি তুলে রাখুন।  সম্ভব হলে ডিভাইসটি ঢেকে রাখতে একটি তোয়ালে বা কাপড় ব্যবহার করুন।  ডিভাইসটি ঢেকে দিতে না পারলে নিজেকে এবং আপনার ব্যবহৃত জিনিসপত্র ক্যামেরার আওতার বাইরে নিয়ে যান।স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের পরামর্শ অনুসরণ করুন। এ ছাড়া ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর সুযোগ তো আছেই।

সি,বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!