বিক্রয় হইবে বিল্ডিং ঢালাই কারখানা সহ ২২ শতক জায়গা বিক্রয় হইবে

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

মোঃ রিপন হোসেন, বগুড়া:

ব্যবসায় ধ্বস ঋনের দায়ে বগুড়া সদর উপজেলাধীন পুরাতন দিনাজপুর রোড কুকরুল মরাকাটা এম কে জুট মিলের সামনে, ২২ শতক জমি বিল্ডিং ও ঢালায় কারখানা সহ বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন জমির মালিক।

জানাযায়, এক সময় বড়ো ব্যবসায়ী ছিলেন বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের কুকরুল (মরাকাটা) পলিপাড়া কুকরুল গ্রামের মৃত বজলার রহমানের পুত্র আজিজুল হক মিলন। ব্যবসা বানিজ্য করে উন্নতিও করেছিলেন বেশ। সুখ সাচ্ছন্দ্যে কাটে দিন। কিন্তু সে সুখ তার বেশিদিন স্থায়ী হলোনা। করোনার সময় থেকে শুরু হলো ব্যবসায় ধ্বস। কোনো ভাবেই কেটে উঠতে পারেননি তিনি। লোকসান গুনতে গুনতে এক সময় ঋন করতে হয় ব্যাংক থেকে। ব্যাংক থেকে ঋন করেও পুষিয়ে উঠতে পারেননি। বাড়তে থাকে ঋনের বোঝা। সেই ঋনের টাকা পরিশোধ করতে বিক্রয় করতে হচ্ছে, নিজ হাতে গড়া ৭ শতকের উপর বিল্ডিং, ১০ শতকের উপর টিনসেড ঢালাই কারখানা ও ৫ শতক ফাঁকা জায়গা সহ সর্বমোট ২২ শতক জমি। যাহা বিক্রি করে পরিশোধ করতে হবে ব্যাংক ঋন।

ঋনগ্রস্থ মিলন জানান, জমি বিক্রি করা ছাড়া আমার ঋন পরিশোধের আর কোনো উপায় নেই। আমি ঋন রেখে মৃত্যুবরণ করতে চাইনা। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। জমিটি আমার দ্রুত বিক্রি করা দরকার। কেউ যদি বিল্ডিং, কারখানা সহ জমিটি ক্রয় করতে চায়, তাহলে ০১৭১১১৯২৫৯৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করছি।

error: Content is protected !!