প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় মণিরামপুরেও বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(২১শে মে) বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তরুণনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেইল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, আইয়ুব আলী গাজী, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর সুমন দাস, আব্দুল কুদ্দুস, বাবুলাল চৌধুরী, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, অপেলা খাতুন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, শ্রমিকনেতা মনসুর আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলঅম, সাংগঠনিক সম্পাদক মামুনসহ প্রমুখ। সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মণিরামপুর পৌরশহরের প্রধান-প্রধান সড়ক প্রদণি করে। মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগনেতা কর্মীসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

error: Content is protected !!