পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ সহ নানান অনিয়মের অভিযোগ সভাপতি’র

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলার ৫২নং ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ ও নানান অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।

ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান বলেন, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামের অনিয়ম দুর্নীতির কারণে বিদ্যালয়ে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না এবং বিদ্যালয়ের কোন শ্রেনিতে পাঠদানে অংশ গ্রহন না করে ল্যাপটপ ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া তিনি বিগত বছরের সরকারি দুটি প্রকল্পের অর্থ দিয়ে নামেমাত্র কিছু কেনা কাটা করে বাকী অর্থ নিজের কাছে রেখেছেন।

তিনি স্হানীয়ভাবে আয়কৃত অর্থ ও বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থের আয়-ব্যায়ের কোন হিসাব দেন না। আর বিদ্যালয়ের একটি ল্যাট্রিন দিয়ে মলমূত্র বেরিয়ে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হলেও এলাকাবাসির অভিযোগে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কোন ব্যবস্হা গ্রহন না করে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে সকল কার্যক্রম পরিচালনা করছেন।

এই বিষয়ে প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বলেন, তার অভিযোগ সত্য নয় এবং এগুলো পরিকল্পিত। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নানের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!