স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমরিয়া গ্রামে জোর পূর্বক জমি দখলের চেষ্ঠা বাধা দেওয়ায় দেশিয় অস্ত্র দিয়ে আঘাত এতে আহত হয়েছেন আব্দুর রহিম ও তার স্ত্রী। এঘটনায় নড়াগাতী থানায় আব্দুর রহিম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনার অভিযোগ সূত্রে জানা যায় আব্দুর রহিমের ক্রয় সূত্রে ডুমুরিয়া রামনগর মৌজার ২২ কাঠা জমি বিবাদীগন জোরপূর্বক দখল করিতে চায়, যা তিনি ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছেন। এ বিষয়ে আব্দুর রহিম অভিযোগে উল্লেখ করেন, আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলকারীদের আমি বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে আমি এ বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করলে গত ( ১০ মার্চ রবিবার ২০২৪ ) আনুমানিক সন্ধা ৬টার সময় বিষয়টি নিয়ে অত্র থানা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষকে থানায় ডেকে কাগজপত্র দেখে শালিষের মাধ্যমে আমার পক্ষে রায় দেয়।
উক্ত রায়ের ভিক্তিতে (গত ১২ মার্চ মঙ্গলবার ২০২৪ ) আনুমানিক সকাল ১০ টার সময় আমি ও আমার স্ত্রী জমির কাছে গেলে বিবাদীগন পূর্ব পরিকল্পনা অনুযাই রামদা, ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মেরে ফেলার উদ্দেশ্যে রাজিব মোল্যা (৩৫), পিতা- মৃত সত্তার মোল্যা, মহাসিন মোল্যা (৩০), পিতা- মুক্তার মোল্যা, রাজু (৩০), পিতা- অজ্ঞাত, মহাসিন কারিকর (৪০), পিতা- হান্নান কারিকর, ময়না বেগম (২৩), স্বামী- রাজিব মোল্যা, কাজলি বেগম (৫০), স্বামী- সত্তার মোল্যা, সোহেল (২৫), পিতা- মোস্ত, গ্রাম,ডুমুরিয়া, থানা, নড়াগাতী, জেলা, নড়াইল, আমাদের উপর আতর্কিত হামলা করে এবং রামদা দিয়ে কোপ মারলে আমি সরে গেলে মাটিতে গিয়ে কোপ লাগে। তখন আমি দ্রুত ৯৯৯ এ ফোন করলে থানা থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
বিষয়টি আমি অত্র থানা এবং গন্য মান্য ব্যাক্তি বর্গদের অবহিত করি। পরবর্তিতে আমি আঃ রহিম (৫০), পিতা- মৃত আঃ গফুর শেখ, গ্রাম ডুমুরিয়া, থানাঃ নড়াগাতী, জেলাঃ নড়াইল, (১৩ মার্চ বুধবার) থানায় হাজির হইয়া উপরউল্লেখিত হামলাকারীদের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করি।
উক্ত ঘটনার বিষয়ে স্বাক্ষী- আজজোফ (৪০), পিতা- সাহেব আলি মোল্যা, ফাতেমা বেগম (৩৫), স্বামী- আঃ রহিম, আসলাম (২৫), পিতা- মান্নান শেখ, সর্ব সং ডুমুরিয়া, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল।
জোরপূর্বক জমি দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি পরিবার।