নড়াইলে শিশু সুফিয়া হত্যার মামলায় দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল কালিয়া উপজেলায় শিশু সুফিয়াকে ধর্ষন ও হত্যার ঘটনা দ্রুত মামলা গ্রহন, তদন্ত পূর্বক দোষীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

৬ মে, (সোমবার) সকাল ১১ টার দিকে কালিয়া উপজেলার বাড়ইপাড়া কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে নিহত সুফিয়ার বাবা, মা সহপাঠীসহ এলাকাবাসী শত শত নারী,পুরুষ সবার হাতে সুফিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জমায়েত হন।

এ সময় বক্তব্য রাখেন, ২নং বাড়ইপারা কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সওকত আলী, প্রধান শিক্ষক সরিত বর্মন সাহা, নিহত শিশু সুফিয়ার বাবা মোঃ আক্তার শেখ,সুফিয়ার চাচাতো বোন মোসাঃ জামিলা খানম প্রমুখ।

উপস্থিত বক্তারা শিশু সুফিয়া হত্যাকারীদের খুজে বের করে দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবী জানান। সেই সাথে যারা সুফিয়াকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের ফাসিঁ চান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে কাঞ্চনপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য,গত বুধবার শিশু সুফিয়া কাঞ্চনপুর গ্রাম থেকে নিখোঁজ হয় এবং বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর সংলগ্ন নবগঙ্গা নদী থেকে শিশু সুফিয়ার লাশ বিবস্ত্র অবস্থায় বড়দিয়া নৌপুলিশ উদ্ধার করে নড়াইল সদর হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট এখনো হাতে না পাওয়া গেলেও ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশের পাশাপাশি র‍্যাব ও পিবিআই সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

error: Content is protected !!