নড়াইলে লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের অভিযোগ লাখ লাখ টাকা নিয়ে উধাও শফিকুল

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের মৃত আজ্জাক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম ব্যবসায়ীদের নিকট হতে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।

১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ বিসয়ে লোহাগড়া থানায় একজন গাছ ব্যবসায়ীর ও স্থানীয় ব্যাবসায়ীদের লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, প্রতারক শফিকুল ইসলাম  উপজেলার নিজ গ্রামের লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ  টাকা নিয়ে উধাও হয়েছে।

প্রতারণার অভিযোগ এনে শফিকুল ইসলামকে অভিযুক্ত করে সকালে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার নোয়াগ্রাম  ইউনিয়নের মাধবহাটি  গ্রামের  মোহাম্মাদ রেজাউল ইসলাম এর ছেলে মোহাম্মাদ মুকুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য ভুক্তভোগীরাও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, অভিযুক্ত শফিকুল ইসলাম এর মাদক কারবারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। ওই প্রতারক অভিনব কৌশলে লোহাগড়ার তারক চাঁদ জুয়েলার্স ও নড়াইলের অনুসূয়া জুয়েলার্স হইতে একটি করে স্বর্ণের অলংকার নিয় যায়, যার মূল্য ২ লক্ষ ৮ হাজার টাকা ও গাছ ব্যবসায়ীর কাছ থেকে অন্যের গাছ দেখিয়ে ৬০ হাজার টাকা।  আরো জানা যায়, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি তার পরিবারের সদস্যরাও এবিষয়ে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার  ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!