নড়াইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন গত দু’দিনে ৬ প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

নড়াইল প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকার দলিয়ো নৌকা প্রতীকের প্রার্থী সহ গত দু’দিনে ৬ এমপি পদপ্রার্থীকে ভ্রাম্যমান আদালত ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি.এম কবিরুল হক মুক্তি (নৌকা প্রতীক) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিল্টন মোল্লাকে (লাঙ্গল প্রতীক) বিশ হাজার টাকা জরিমানা করেন। কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নে নৌকা ও লাঙ্গলের একাধিক নির্বাচনী ক্যাম্প থাকায় প্রত্যেক প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রসঙ্গত, নির্বাচনী বিধি অনুযায়ী এক ইউনিয়নে একটার বেশি নির্বাচনী ক্যাম্প থাকতে পারবেন না। এর আগে গত সোমবার নির্বাচনী বিধি লংঘন করে ওয়ালে ও খুঁটিতে পোস্টার লাগানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অনিসুর রহমান নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা)কে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতিকের খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল)কে ১৫ হাজার টাকা,গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে (মাছ) ৩ হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমান (মিনার)কে ২ হাজার মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসন থেকে ৭জন এবং নড়াইল-০২ আসন থেকে ৭জন এমপি পদে নির্বাচন করছেন। নির্বাচন কমিশন কতৃক পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী আচারণ বিধি ভংঙ্গের দায়ে নড়াইলের এই দুই আসন থেকে মোট ৬ জন প্রার্থী কে জরিমানা করা হয়।

error: Content is protected !!