নয়ন হাসান,মনিরামপুর প্রতিনিধি :
তুচ্ছ ঘটনায় এক সেনা সদস্য বেধড়ক পিটিয়েছে গরীব ভ্যানচালককে। ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামে। জানা যায় ঐ ভ্যান ওয়ালার নাম শ্যামকুড় গ্রামের ভ্যানচালক হযরত আলী।
শুক্রবার সন্ধ্যায় ভ্যানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলেন আমিনপুরের দিকে ভ্যানে উঠেছিল আমিনপুর গ্রামের সেনা সদস্য লাল্টু এবং এর কিছুক্ষণ পরে দুইজন মহিলা উঠেছিল যারা ভ্যানের বামপাশে ও পিছনে বসে ছিলেন প্রতিমধ্যে আরো দুইজন পুরুষ লোক ভ্যানে উঠেছিল। ভ্যানে মোট পাঁচজন যাত্রী ছিলো। ভ্যান চালকের দাবি পাঁচজন যাত্রী উঠানোই ছিল তার অপরাধ।
রাস্তায় কিছুই বলিনি লাল্টু কিন্তু তার গন্তব্যে নেমেই শুধু মারছে আর বলছে পুরুষের মধ্যে মহিলা কেন উঠিয়েছিস আর চারজনের জায়গায় কেন পাঁচজন নিয়েছিস।
এসময় ভ্যানচালক হযরত আলী বলেন ভাই আমি গরীব মানুষ একটা লোক বেশি হলে আমার কিছু টাকা বেশি হবে কিন্তু কোন কথায় শোনেনি ঐ সেনা সদস্য।
প্রথমবার মারার পর পরবর্তীতে তার বাবা বাবলুকে নিয়ে এসে বাবা ছেলে মট সাইকেল যোগে এসে আবার মারা শুরু করে এবং মারার এক পর্যায় হযরত আলীর হাত ভেঙ্গে যায়।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত মনিরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হযরত আলী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছে। জানতে চাইলে হযরত আলীর শ্যালক বলেন থানায় অভিযোগ করা হয়েছে। হযরত আলীর পরিবারসহ এলাকাবাসি এর সঠিক বিচার চেয়েছেন।