ডুমুরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের বাসিন্দা শহীদ মোল্ল্যার নিজের রেকর্ডীয়  সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের  অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইসমাঈল মোল্যা গংদের নামে। সরেজমিনে যেয়ে ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ভুক্তভোগী শহীদ মোল্ল্যার ভোগদখলীয় বসতবাড়ির জমিতে জোরপূর্বক ভাবে  পাকা ইটের বাড়ি নির্মাণ  কাজ শুরু করেন প্রতিপক্ষ ইসমাইল মোল্লা গংরা, ভুক্তভোগী শহীদ মোল্ল্যা প্রথমে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষ ইসমাইল গংরা পেশি শক্তির বলে নাঠিশোঠা,দা কুড়াল নিয়ে আক্রমণ করেন শহীদ মোল্ল্যা ও তার ছেলে শাহীন এর উপর। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া থানা পুলিশ কে লিখিত অভিযোগে মাধ্যমে অবহিত করেন। এরপর থানা পুলিশের সহায়তায় ইসমাঈল মোল্ল্যার বাড়ি নির্মাণের কাজ  বন্ধ হয়।
এ বিষয়ে ইসমাঈল মোল্ল্যার নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান আমি আমার জমিতে থাকি আমি আইন আদালত বুঝি না,জমি আমার। এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী শহীদ মোল্ল্যার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার জমির সকল কাগজ পত্র রয়েছে, আরাজি ডুমুরিয়া মৌজার জেল নং ৩৯, ৪২৫ নং খতিয়ান এ ৩৪২ নং দাগে ৫ শতাংশ জমি আমার নিজ নামে রেকর্ড।বসত বাড়ির এই জায়গা নিয়ে পুর্ব হতে ইসমাঈলের সাথে আমার বিরোধ চলে আসছে এমনকি আমার বাড়িতে যাওয়ার চলাচলের রাস্তার বন্ধ করে রেখেছে। এ বিষয়ে  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনাতে এমপি ১৩২/২০২১, এমআর ৮১/২০২১ (ডুমুরিয়া) ধারা ১৪৪/১৪৫ দায় করি যাহা বিজ্ঞ আদালতে চলমান।উল্লেখ্য গত ২০/০২/২০২৪ তারিখে এ জমির বিষয়ে আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ও তার বক্তব্য অনুযায়ী জানা যায়  ডুমুরিয়া থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ আঃ মজিদ  উভয় পক্ষকে ডেকে কাগজপত্র দেখে ও আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশের অনুলিপি দেখে ইসমাঈল মোল্ল্যাকে কে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন। এবং প্রয়োজনে আদালতে শরণাপন্ন হতে বলেন।
এ বিষয়ে জানতে থানার উপ-পুলিশ পরিদর্শক কে মুঠো ফোনে একাধিক বার কল করে পাওয়া যায়নি।
error: Content is protected !!