ঠাকুরগাঁওতে প্রচন্ড তাপে ও অসনীয় বিদ্যুৎ বিভ্রাটে অস্বস্তিতে জনজীবন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

গত কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে তাপদাহের মাত্রা বাড়তে থাকে। বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন যাত্রা। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে এমন গরমে। প্রচন্ড গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ছায়ায় আশ্রয় নিচ্ছে। মানুষের পাশাপাশি অনান্য প্রাণিকূলও নাকাল তীব্র তাপ প্রবাহে। খুব প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছেনা সাধারণ মানুষ। প্রচন্ড গরমে শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে রয়েছে। শুকিয়ে গেছে খাল- বিল, পুকুর । ঘরে বাইরে মানুষের হাঁসফাঁস অবস্থা। দীর্ঘদিন অনাবৃষ্টিতে পানিশূন্যতায় ক্ষেত খামারের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে ।

বেশ কিছুদিন ধরে চলা তাপমাত্রা ভাবিয়ে তুলেছে মানুষকে। আজ শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ছুঁই ছুঁই। একদিকে তাপমাত্রার এই বৈপরীত্য অপরদিকে বৈদ্যুতিক ভেলকিবাজিতে হাঁপিয়ে উঠেছে গ্রামীণ জনজীবন।প্রচন্ড গরমে রাস্তায় যানবাহন তেমন চোখে পড়ছে না । যাত্রীর পরিমাণ কমে যাওয়ায় চালকদেরকে নানা সমীকরণের মধ্যে চালাতে হচ্ছে সংসার । একাধিক চালক শ্রমিক এ তথ্য নিশ্চিত করেছেন ।ক্ষেত খামার কিংবা মাঠে কর্মরত শ্রমিকদের হাড় ভাঙ্গা পরিশ্রম ও রোদের তীব্রতার কাছে মজুরি যেন অতি ন্যূনতম ।

error: Content is protected !!