লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর সদর, কোদালকাটি ইউনিয়ন, চিলমারী উপজেলার অষ্টোমীরচর ও চিলমারী ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।ইসলামীক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ২৮ টি গরু, ইসলামীক রিলিফ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ও কাতার রেডক্রিসেন্ট এর আর্থিক সহযোগিতায় ৫০ টি গরু, এহসানুল গ্রুপ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ১টি গরুসহ মোট ৭৯ টি গরু গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) রাজীবপুর এর উদ্দোগে ঈদের দিন ও ঈদের পরের দুই দিনব্যাপী ৭৯ টি গরু ২৭৬৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ২ কেজি করে মাংস সরকারী বিধিনিষেধ মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে বিনা মুল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দাতা সংস্থা ইসলামীক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মোঃ গাজীউল ইসলাম, কাতার রেডক্রিসেন্ট বাংলাদেশের প্রতিনিধি মোঃ জিন্নাহ ভুইয়া (পলাশ), গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মোঃ আঃ লতিফ, রাজীবপুর, কোদালকাটি, অষ্টোমীরচর ও চিলমারী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।