ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস—২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু বিষয়ের উপর চিত্রাংকন ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে চিত্রাঙ্কন “(ক)” গ্রুপে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভ্রতনু দাস ও রুদ্রনীল দাস, তৃতীয় স্থান অধিকার করে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র স্নেহা মেহেয়ান আয়াত।
চিত্রাঙ্কন “(খ)” গ্রুপে প্রথম স্থান অধিকার করে আল—আমীন মডেল একাডেমির কৃতি ছাত্র তাহমীদ মুত্তাকী আহনাফ ও দ্বিতীয় স্থান অধিকার করে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজদ্বীপ দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করে মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ঘ্য পাইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আব্দুস সামাদ সহ কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ প্রমুখ।