কেশবপুরের সেই হনুমান খাদ্যের অভাবে যশোরে জনগণের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন 

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর জেলা কেশবপুর উপজেলার সেই হনুমান খাদ্যের অভাবে যশোরে সতীঘাটা কামালপুর গ্রামের বাড়িতে বাড়িতে জনগণের হাত থেকে খাবার নিয়ে খেতে দেখা যায় ।
৬ মার্চ বুধবার সকালে  কামালপুর গ্রামে সেই হনুমানটি জনগণ এর হাত থেকে খাবার নিয়ে খেতে এরই দৃশ্য দেখা মেলে।  যশোরের সতীঘাটা কামালপর মনিরামপুর মহাসড়ক দিয়ে এ হনুমানটি আসতে দেখা যায়। এরপর গ্রামে বাড়িতে বাড়িতে ছুটে  যান খাদ্যের সন্ধানে।
হঠাৎ কামালপুর গ্রামের শামসুর নামের এক ব্যক্তির বাড়িতে এসে আশ্রয় নেয়। তিনি ৪ – ৫ পিচ গাজর খেতে দেন তবে হনুমানটি নিজ হাতে গাজর গুলো নিয়ে খেতে দেখা যায়। তারপর খাবার খেয়ে হনুমানটি  গ্রামের ভিতরে চলে যেতে দেখা যায়।
error: Content is protected !!