প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৪, ৬:৪৭ পি.এম
কেশবপুরের সেই হনুমান খাদ্যের অভাবে যশোরে জনগণের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন
যশোর জেলা কেশবপুর উপজেলার সেই হনুমান খাদ্যের অভাবে যশোরে সতীঘাটা কামালপুর গ্রামের বাড়িতে বাড়িতে জনগণের হাত থেকে খাবার নিয়ে খেতে দেখা যায় ।
৬ মার্চ বুধবার সকালে কামালপুর গ্রামে সেই হনুমানটি জনগণ এর হাত থেকে খাবার নিয়ে খেতে এরই দৃশ্য দেখা মেলে। যশোরের সতীঘাটা কামালপর মনিরামপুর মহাসড়ক দিয়ে এ হনুমানটি আসতে দেখা যায়। এরপর গ্রামে বাড়িতে বাড়িতে ছুটে যান খাদ্যের সন্ধানে।
হঠাৎ কামালপুর গ্রামের শামসুর নামের এক ব্যক্তির বাড়িতে এসে আশ্রয় নেয়। তিনি ৪ - ৫ পিচ গাজর খেতে দেন তবে হনুমানটি নিজ হাতে গাজর গুলো নিয়ে খেতে দেখা যায়। তারপর খাবার খেয়ে হনুমানটি গ্রামের ভিতরে চলে যেতে দেখা যায়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।