কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় উল্লাস

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ আগস্ট চলমান ছাত্র আন্দোলনের মাধ্যমে গদি থেকে সরিয়ে দেশছাড়া করায় শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ফুলবাড়ীর প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে তারা এ আনন্দ মিছিল করে।

মিছিলটি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো পরিদর্শন করে ফুলবাড়ী জিরো পয়েন্টে মিলিত হয়।পরে পথসভার আয়োজন করে।পথসভায় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীবৃন্দ।বক্তব্যে শিক্ষার্থীরা বলেন এদেশ আমরা স্বাধীন করেছি পুনরায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক হয়ে এ দেশ রক্ষায় নিয়োজিত থাকার অঙ্গীকার দেয়।আমার সোনার বাংলায় বৈষম্যর ঠাই নেই।

এ সময় আরো বলেন যেখানেই অন্যায় অবিচার হবে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেখানেই রুখে দাঁড়াবো।

error: Content is protected !!