ঝিনাইদহ কালীগঞ্জের বিগত দিনের সন্ত্রাস কবলিত বারোবাজার এলাকায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় মেইন বাসস্ট্যান্ডে বিএনপি নেতা রাশেদ আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এবং বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ এলাকার ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
স্থানীয় বারোবাজার বিএনপি আয়োজিত এ শান্তি সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এ এলাকায় বিগত আওয়ামীলীগ
সরকারের আমলে ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সন্ত্রাসী হামলা করে অসংখ্য মানুষকে পঙ্গু করা হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করতে বাধ্য হয়েছে। এটাই হলো আওয়ামীলীগ। তাদের সীমাহীন দূর্নীতি চালিয়ে আওয়ামীলীগের নেতারা বিদেশে লাগাতর ভাবে টাকা পাচার করেছে।
অর্থনৈতিকভাবে এ দেশকে দূর্বল করে একটি দেশের গোলামী করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধবংস করা হয়েছে। তিনি বলেন, খুনি হাসিনার শাসন আমলে এদেশের মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না।
বিরোধী মতের মানুষদের ওপর হামলা মামলা দিয়ে তাদের বিগত দিনের বাকশালকেও হার মানিয়েছে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনেও গুলি চালিয়ে সারাদেশের
হত্যাযজ্ঞ ঘটিয়ে হাজার মায়ের কোল খালি করেছে। অসংখ্য ছাত্র জনতাকে চিরতরে পঙ্গু করেছে। কিন্ত শেষ রক্ষা হয়নি তাদের। দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের নির্মম পতন ঘটেছে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আ’লীগের সীমাহীন
লুটপাটের পর এদেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে। ফলে এখন দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকলে মিলে মিশে কাজ করতে হবে। পরস্পরে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নতুন করে নিজেদের দেশকে নিজেদেরকেই গড়তে হবে।
সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু প্রমুখ।