কলেজ ছাত্রলীগ নেতার উপর অর্থ আত্মসাতের অভিযোগ

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:

অর্থ আত্মসাতের অভিযোগে জামালপুর জেলার মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির এক যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে মেলান্দহ সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতা জানান, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান পূর্ণ ডিগ্রী প্রথম বর্ষের ১১জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ করে দেওয়ার কথা বলে ৫২ হাজার ৮০০ টাকা নেন। পরে শিক্ষার্থীদের ফরম পূরণ না করে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন ওই ছাত্রলীগ নেতা। ভুক্তভোগী শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতার কাছে অনেক ঘোরাঘুরি করে। পরে তারা গতকাল রবিবার (২২ অক্টোবর) বিষয়টি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপিকে অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে তার স্বীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে ছাত্রলীগ জামালপুর জেলা শাখার দপ্তর সেল বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

error: Content is protected !!