উস্তি গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে গন পরিষেবা দেবার জন্য পানিয় জলের এ টি এম উদ্বোধন করেন প্রধান

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড অধীনে উস্তি গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানি ও জলের এ টি এম উদ্বোধন করেন উস্তি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী জৌস্না হাজরা।

এর ফলে তার গ্রাম পঞ্চায়েত আসা প্রায় কয়েক হাজার মানুষের সুবিধা প্রদান হবে। কারণ পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জন মূখী কর্মকাণ্ড চলছে তার সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে উস্তি গ্রাম পঞ্চায়েত। উস্তি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জন মূখী কাজকর্ম পরিচালনা করেছেন।

রাস্তা ঘাট ও জল সরবরাহ করতে নালা ও ঢিপটিউয়েল এবং মহিলা শিশুদের জন্য জনস্বাস্থ্য দপ্তরের দেওয়া খাদ্য সরবরাহ করছে। আজ উস্তি গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে পঞ্চায়েতের প্রধান জৌস্না হাজরা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সভাপতি সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ডের সহসভাপতি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর কারিগরি সহায়তায় ও জনস্বাস্থ্য দপ্তরের কর্মধক্ষ্য মানবেন্দ্র মন্ডল ও পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং পঞ্চায়েতের সদস্য জুব্বার মোকামির উপস্তিতি তে এই জন মূখী কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনে উস্তি গ্রাম পঞ্চায়েতের জন পরিষেবা র বিভিন্ন কর্মসূচি পালন করা হবে জানানো হয়েছে।

error: Content is protected !!