অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের যুক্ত হচ্ছে আরও ১৮টি বিশ্ববিদ্যালয়

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাতের দেশভিত্তিক শিক্ষা প্রোফাইলে যুক্ত হয়েছে বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগের ১২টির পর এবার নতুন ১৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তালিকায় যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় মাস্টার্স ডিগ্রি, গবেষণা ও শিক্ষা বিনিময় সহজতর হবে।

নতুন অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫টি সরকারি বিশ্ববিদ্যালয়। বাকি ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এর আগে অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।

সি,বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

আজকের সংবাদখেলাধুলাবিশেষ খবরশিরোনামহোম এ সম্পর্কিত আরও পড়ুন:
নড়াইলে নবাগত জেলা প্রশাসক আশফাকুল হকের  দায়িত্ব ভার গ্রহণ। সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে আনুষ্ঠানিক ভাবে নবগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তাকে দায়িত্বভার বুঝে দেন। ৩-এপ্রিল( এপ্রিল) সোমবার দুপুরে নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল ইসলাম আলমগীর,সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী তিনি  সিলেটের  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৪ তম বিসিএস (প্রশাসন ক্যাডারে) নিয়োগপ্রাপ্ত হন। এর পরপরই তিনি চাকুরি জীবনে তিনি হবিগঞ্জ সদর, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সাথে দায়িত্ব পালন করেছেন। জাপানের টোকিওতে অবস্থিত মেইজি বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স স্টাডিজের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। পরে ১২ মার্চ সরকারের রাষ্ট্রপতির আদেশক্রমে গত উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হয়। অপর দিকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান গত ২ বছর ধরে সুনামের সাথে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন
2 years ago
error: Content is protected !!